EasyEBilling এর মাধ্যমে কাস্টমারের লাইন MikroTik থেকে অটোমেটিক্যালি বন্ধ হচ্ছে না ?

 

১) মাইক্রোটিক এর ভার্সন 7.1 এর উপরে রাখতে হবে তা না হলে মাইক্রোটিকের নিজস্ব কিছু সমস্যার কারণে মাঝেমাঝে অটোমেটিক্যালি ডেট অনুযায়ী কাস্টমারের লাইন EasyEBilling এর মাধ্যমে বন্ধ হবে না।

২) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যদি মাইক্রোটিক বন্ধ থাকে তাহলে কাস্টমারের লাইন EasyEBilling এর মাধ্যমে অটোমেটিক্যালি বন্ধ হবে না।

 

উপরোক্ত সমস্যার সমাধান

       EasyEBilling এর মাধ্যমে কাস্টমারের লাইন অটোমেটিক্যালি বন্ধ হয় নাই, এমন সকল কাস্টমারের লাইন সহজেই ম্যানুয়ালি কয়েকটা ক্লিক করে EasyEBilling থেকে বন্ধ করতে পারবেন।

     

 

Reseller প্যানেল জন্য– এডমিন প্যানেল থেকে কাস্টমার লিস্ট ওপেন করে, সার্চে শুধু তারিখ লিখে, রেডিও বাটন “Select All” ক্লিক করে ডিজেবল করে দিলে ওই তারিখের সব লাইন অফ হয়ে যাবে।

 

 

 

Admin প্যানেলের নিজস্ব কাস্টমার যাদের রিসেলার নাই– EasyEBilling এর মাইক্রোটিক ফিচারে এ ক্লিক করে ” Failed to disable at mikrotik” এ ক্লিক করুন, যে প্যানেলটি পাবেন সেই প্যানেলের      কাস্টমারগুলোকে সিলেক্ট করে ডিজেবল করুন।

     

  বিস্তারিত জানতে: 01842044477, 01842044445