একই সঙ্গে সকল রিসেলার এর লিস্ট , টোটাল ব্যালেন্স ও টোটাল কাস্টমার দেখার ব্যবস্থা।
প্রতিটা রিসেলারকে ব্যালেন্স দেওয়া এবং বাতিল করার ব্যবস্থা।
- রিসেলারদেরকে ব্যালেন্স দেওয়ার পরে, যে সকল কাস্টমার ডিজেবল অবস্থায় আছে সেই কাস্টমার গুলোকে এক ক্লিকে এনেবেল করে দেওয়ার ব্যবস্থা।
- কাস্টমার চাইল্ড কোম্পানির মাধ্যমে ডিজেবল হয়েছে, নাকি রিসেলার মাদার কোম্পানিকে পেমেন্ট না করার কারণে ডিজেবল হয়েছে, সেই স্ট্যাটাস দেখার ব্যবস্থা।
- কাস্টমার কতক্ষণ যাবত মাইক্রোটিক এর সঙ্গে কানেক্টেড আছে সেই Duration টাইমটা দেখার ব্যবস্থা।
- কাস্টমার মাইক্রোটিক এর সাথে কানেক্টেড না ডিসকানেক্টেড এবং এই কাস্টমারটি কোন মাইক্রোটিক এর সাথে আছে, সেই বিষয় গুলো মাইক্রোটিক স্ট্যাটাসের মাধ্যমে দেখার ব্যবস্থা।
- Enable with Payment: রিসেলার এর এক এবং একাধিক ডিজেবল কাস্টমারকে মূল ব্যালেন্স থেকে টাকা কেটে এনেবেল করার ব্যবস্থা।
- Enable Without Payment: রিসেলার এর এক এবং একাধিক ডিজেবল কাস্টমারকে পেমেন্ট ছাড়াই এনেবেল করার ব্যবস্থা।
- প্রতিটা রিসেলার এর আলাদা করে ফিচার দেখার ব্যবস্থা যেমন অনলাইনে কতগুলো কাস্টমার আছে অফলাইনে কতগুলো আছে তার কারেন্ট ব্যালেন্স কত এবং কারেন্ট ব্যালেন্স এর সাথে তার ব্যালেন্সের টোটাল স্ট্রেটমেন্ট দেখার ব্যবস্থা।